১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কোরবানি উপলক্ষে ঐতিহ্যবাহী রীতিতে উটকে সাজিয়ে তুলছেন পাকিস্তানি হাসান আলী

কোরবানি উপলক্ষে উটকে আকর্ষণীয় করছেন হাসান আলী। - ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পরই মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে শুরু হয়েছে খুশির আমেজ। এরইসাথে পাকিস্তানের হাসান আলীও কোরবানি উৎসবের প্রস্তুতিতে অন্যদেরকে বিশেষভাবে সহযোগিতা করছেন; কোরবানিতে বিক্রিযোগ্য উটের গায়ে নানারকম নকশা এঁকে সেটিকে আকর্ষণীয় করে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি।

রোববার সিজিটিএন টিভির বরাতে আল কুদস জানায়, হাসান আলী একজন চিত্রশিল্পী ও উটের গায়ের নকশাকার। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে তিনি উটের গায়ে বাহারি ডিজাইনের নকশা আঁকছেন।

হাসান আলী পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পশম কেটে উটের গায়ে নকশা আঁকার দক্ষতা লাভ করেছেন। শৈশব থেকেই এটি তার শখ ও পেশা। আলকুদস জানায়, হাসান আলীর পরিবারের আয়ের উৎসও এটি।

এদিকে হাসান আলীর এই শিল্পকর্মে মুগ্ধ অনলাইনে সক্রিয় অসংখ্য মানুষ। তার আঁকা নকশা সম্বলিত উটের ছবি শেয়ার করে তারা তার প্রশংসা করছেন।

আরো বেশি ছবি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : আলকুদস


আরো সংবাদ



premium cement